৫০০-র ক্লাবে ঢুকে পড়লেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড

0
4

৫০০-র ক্লাবে ঢুকে পড়লেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রেথওয়েটকে এলবি ডব্লিউ করে ঢুকে পড়লেন ব্যতিক্রমী এই ক্লাবে। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের পর ব্রড দ্বিতীয় ব্যক্তি যিনি ক্লাবের চটি পড়লেন। অ্যান্ডারসন শেষ করেছিলেন ৫৮৯তে। ব্রড ম্যঞ্চেস্টারের টেস্ট নিয়ে ব্রডের টেস্ট সংখ্যা ১৪০! বিশ্বের ৭ম বোলার হিসাবে এই ব্রড ৫০০ উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন।