এবার কোভিড হাসপাতালে শ্লীলতাহানীর অভিযোগ। ঘটনা যোগী আদিত্যনাথ এর রাজ্য উত্তরপ্রদেশে। নয়ডায় কুড়ি বছর বয়সী ভাইরাস আক্রান্ত রোগীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাঁর শ্লীলতাহানি করেছে স্বয়ং চিকিৎসকই। সোমবার এফআইআর দায়ের করা হয়েছে এক্সপ্রেসওয়ে থানায়।
পুলিশ সূত্রে খবর হাসপাতালের আইসোলেশান বিভাগে পুরুষ মহিলাদের একসঙ্গে রাখা হয়েছে। ওই তরুণী পুলিশকে জানিয়েছে, তিনি আক্রান্ত হওয়ার পর ওই চিকিৎসকও ভাইরাসে আক্রান্ত হন। অভিযোগ আইসোলেশন ওয়ার্ডের ভেতর সুযোগ বুঝে ওই তরুণীর শ্লীলতাহানি করেন চিকিৎসক।
নয়ডা পুলিশের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার রণবিজয় সিং বলেন, ” ওই মহিলা আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। ওই ওয়ার্ডে ভর্তি থাকা এক চিকিৎসক তাঁর শ্লীলতাহানি করেছে। ওই তরুনীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।” তবে একইসঙ্গে হাসপাতালে ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। রোগী ভর্তির গাইডলাইন আদৌ হচ্ছে না বলে অভিযোগ। জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসক এখনও আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। সবরকম স্বাস্থ্যবিধি মেনে পুলিশ তার বয়ান রেকর্ড করেছে।































































































































