হাল চালাচ্ছে দুই স্কুল পড়ুয়া বোন। অন্ধ্রপ্রদেশের মহালরাজুভারিপল্লে গ্রাম।
তার কারণ তাদের গরু কেনার অর্থ নেই, ট্রাক্টর তো পরের কথা। সেই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখার পর নজরে আসে পরিযায়ী শ্রমিকদের ত্রাতা সোনু সুদের। তিনি প্রথমে সিদ্ধান্ত নেন, ওই পরিবারকে কিনে দেবেন হাল চালানোর গরু। পরে সিদ্ধান্ত বদলে ওদের জন্য ট্রাক্টর কিনে দেন, পাঠিয়েও দেন। সেই ট্রাক্টরের সঙ্গে ছবি ফের ভাইরাল হয়। সোনু ট্রাক্টর পাঠিয়ে বলেন, ওদের এখন পড়ার সময়, পড়ুক। এই ট্রাক্টর ওদের পরিবারের কাজে দেবে। কিন্তু তারপরেই আসল খবর প্রকাশ্যে আসতে থাকে। ট্রাক্টরসহ পরিবারের ছবি প্রকাশ্যে আসার পর সরকারের তরফে তদন্ত শুরু হয়। আর সেখান থেকেই উঠে আসে আসল তথ্য।
কী সেই আসল খবর? দুই কন্যা ভেনেল্লা ও চন্দনার বাবা ভিরুথাল্লু নাগেশ্বরা রাওয়ের চায়ের দোকান রয়েছে মদনাপল্লে শহরে। দুই মেয়ের একজন স্কুলে পড়ছে অন্যজন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। লকডাউনের কারণে পরিবারটি শহর ছেড়ে গ্রামে চলে আসে, এবং চাষাবাদ শুরু করে। নাগেশ্বরা দিন কয়েক আগে চাষের লাঙল মেয়েদের দিয়ে চালান। সেই হাল ধরে রাখেন তিনি। আর পাশে তাঁর স্ত্রী বীজ ছড়াতে থাকেন। নিজের এক বন্ধুকে এই ঘটনার ছবি ভিডিও তুলতে বলেন। সেই বন্ধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোনুকে ট্যাগ করেন। তারপরেই ঘটনা ভাইরাল হতে থাকে। সবচেয়ে বেশি এই ঘটনায় ট্রোল হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি সরকারকে একহাত নিয়েছিলেন। এখন রাজনৈতিক মহল বলছে, রাজনীতিবিদরা একটু সাবধান হোন। ঘটনা জেনে সমালোচনা করুন। নইলে কেউ আর পাত্তা দেবে না।































































































































