ফের শহরের অমানবিক মুখ, এবার ১৪ ঘণ্টা পড়ে রইলো করোনা আক্রান্তের মৃতদেহ

0
2

ফের শহরের অমানবিক মুখ। এবার প্রায় ১৪ ঘণ্টা ধরে বাড়িতে পড়ে রইলো করোনা আক্রান্তের মৃতদেহ৷ পরিবারের লোক কার্যত কিংকর্তব্যবিমূঢ়। পরিবারের প্রায় সকলেই কোভিড-১৯ আক্রান্ত। ফলে তাঁরা নিজেদের সামলাবেন, নাকি নাকি প্রিয় জনের মৃতদেহ সৎকার করবেন, দিশেহারা অবস্থা। অন্যদিকে, মহামারি আতঙ্কে সাহায্যের হাত বাড়িয়ে দেননি প্রতিবেশীরাও। আজ, সোমবার এমনই অমানবিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বেহালার সাহাপুর মেন রোডে৷ পরিবারের দাবি, গতকাল রাত ১২টায় ষাটোর্ধ্ব গৃহকর্তার মৃত্যু হয়৷ পরিবারের আরও তিনজন করোনা আক্রান্ত৷ এরা হলেন মৃতের স্ত্রী, মেয়ে-সহ আরও এক সদস্য। অবশেষে মৃতদেহ উদ্ধার করে সৎকারের জন্য নিয়ে যায় কলকাতা পুরসভার কর্মীরা।

তবে কলকাতা শহরে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে
উত্তর কলকাতার বাগবাজারের বৃন্দাবন পাল লেনে এমনই ঘটনা ঘটেছিল। নিজের বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় প্রায় ৬ ঘণ্টা পড়ে ছিলেন৷ পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

তারও আগে মৃত্যুর প্রায় ৪৪ ঘণ্টা ধরে পড়েছিল আমর্হাস্ট স্ট্রিটে একটি আবাসনে করোনা আক্রান্তের মৃতদেহ। মৃত্যুর পর থেকে পরিবার একবার থানা একবার স্বাস্থ্য ভবন, একবার কলকাতা পুরসভা এইভাবে একাধিক জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেন দেহ সৎকার করার জন্য৷ কিন্তু কোনও জায়গা থেকে কোনও কম সাহায্য মেলেনি বলে অভিযোগ ছিল৷ প্রায় দু’দিন পরে কলকাতা পুরসভার উদ্যোগে দেহ উদ্ধার হয়৷