তাঁর ভাইরাস সংক্রমণের রিপোর্ট এখনও নেগেটিভ কি না সে বিষয়ে খোলসা না হলেও এটা স্পষ্ট যে শারীরিকভাবে সুস্থ আছেন বিগ বি। সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই অ্যাক্টিভ। সেটা অবশ্য যবে থেকে ভর্তি হয়েছেন নানাবতী হাসপাতালে, তবে থেকেই। নিজের সম্পর্কে, পরিবারের সম্পর্কে তিনি পরিস্থিতি জানিয়ে চলেছেন ফ্যান-ফলোয়ার্সদের। সোমবার সকালে একটি মজাদার পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। তাঁর ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলে দেখা যাচ্ছে মুখ ভর্তি লিপস্টিক পরা ঠোঁটের ছবি। ঠোঁটের, বলা ভালো চুম্বনের ছাপ মুখমণ্ডল ছাড়িয়ে পৌঁছে গিয়েছে গলা পর্যন্ত। আর তলায় ক্যাপশনে অমিতাভ লিখেছেন, শত্রু বৃদ্ধি করার জন্য লড়াই করার দরকার নেই, বিখ্যাত হলে শত্রু সংখ্যা বৃদ্ধি পায়। তবে তাঁর জনপ্রিয়তার জন্য হাসপাতালেই তাঁকে কেউ উষ্ণ ভালোবাসা জানিয়েছেন? নাকি এটা ফটোশপ? তা অবশ্য খোলসা করেননি বিগবি। তবে কোভিড আক্রান্ত কোনও রোগীকে এভাবে চুম্বন করবেন কে?
T 3607 -" दुश्मन बनाने के लिए ज़रूरी नही लड़ा जाए,
आप थोड़े कामयाब हो जाओ तो वो ख़ैरात में मिलेंगें " ~In order to make enemies it is not essential to fight .. just be a little successful, you'll get them at a pittance ..
??? pic.twitter.com/IIhTSoFHVZ
— Amitabh Bachchan (@SrBachchan) July 27, 2020
এখনও তাঁর খ্যাতি যে গগনচুম্বী সেটা খুব ভালোই জানেন বলিউডের শাহেনশাহ। আর সেই জনপ্রিয়তাকে শোঅফ করতে তাঁর এই পোস্ট বলে মনে করছে নেটিজেনরা।