রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলে মনোনীত সুখেন্দুশেখর রায়

0
2

রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেল ঘোষণা করলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।

প্রথমবার হওয়া ২ সাংসদ সহ ৬ জন রাজ্যসভার ভাইস-চেয়ারম্যান প্যানেলের জন্য মনোনীত হয়েছেন৷ এরা হলেন, বিজেপি সাংসদ ভুবনেশ্বর কলিতা এবং সুরেন্দ্র সিং নগর, কংগ্রেস সাংসদ এল হনুমাথাইয়া, NCP-র বন্দনা চৌহান, বিজু জনতা দলের সুস্মিত পাত্র এবং তৃণমূল কংগ্রেসের সুখেন্দুশেখর রায়৷ এই ৬ জনের মধ্যে প্রথমবারের সাংসদ সুস্মিত পাত্র এবং এল হনুমানথাইয়া৷
রাজ্যসভার চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান অনুপস্থিত থাকলে এই ৬ সাংসদের মধ্যে কোনও একজন সভা পরিচালনা করবেন। এটাই নিয়ম৷
রাজ্যসভার চেয়ারম্যান নিজেই ভাইস-চেয়ারম্যান প্যানেলের জন্য রাজ্যসভার সদস্যদের মধ্যে থেকে ৬ জন সদস্যকে মনোনীত করেন। চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যানের অনুপস্থিতিতে, এই প্যানেলে থাকা একজন সংসদের কাজ পরিচালনা করেন। প্যানেলে সদস্য মনোনীত করার ক্ষেত্রে চেয়ারম্যান সাধারণত সংসদে বিভিন্ন দলের শক্তি বিবেচনা করেন।

ওদিকে, এই মুহুর্তে জনতা দল-ইউনাইটেড সাংসদ হরিবংশের অবসরের পর রাজ্যসভায় এখন কোনও ডেপুটি চেয়ারম্যান নেই। নতুন ডেপুটি চেয়ারম্যান সদস্যদের মধ্যে থেকেই নির্বাচিত হবেন৷ তবে হরিবংশ সংসদে ফের নির্বাচিত হয়ে এসেছেন৷ তিনিই ফের এই পদের জন্য NDA প্রার্থী হিসেবে মনোনীত হবেন বলে আশা করা হচ্ছে।