পূর্ব ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্কে দাতাদের স্বতঃস্ফূর্ত সহায়তা

0
2

পূর্ব ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্ক তৈরি হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই সেখানে সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরে স্বতঃস্ফূর্ত ভাবে প্লাজমা দান করেছেন অনেকে। হাসপাতাল সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই ১৭ জন প্লাজমা দান করেছেন। চিকিৎসকদের মতে, একবার যাঁরা কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গিয়েছেন, তাঁদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তা থেকে ভাইরাস আক্রান্তদের চিকিৎসা করা যায়। এক্ষেত্রে একজন প্লাজমাদাতার থেকে দুজন রোগীকে চিকিৎসা করা সম্ভব। আগামী দিনে কলকাতা মেডিক্যাল কলেজ প্লাজমা ব্যাঙ্কের নোডাল কেন্দ্র হবে বলে মনে করা হচ্ছে।