আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়া চালু হলো তিস্তার উপরে নয়া সেতু

0
4

আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই চালু হয়ে গেল তিস্তা নদীর দ্বিতীয় সেতু। যা উত্তরপূর্বাঞ্চলের সাথে যোগাযোগের অন্যতম রাস্তা। শুক্রবার ওই সেতুতে যান চলাচল চালু করে দেন জলপাইগুড়ির ডিএসপি ট্রাফিক মলয় দাস।

২০১৬ সালে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে যানবাহনের চাপে দুর্বল হয়ে পড়ছে তিস্তার পুরনো সেতু। ওই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে সেটা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। নতুন সেতুর ফলে তিস্তার পুরনো সেতুর উপর গাড়ির চাপ অনেকটাই কমবে। একই সঙ্গে সংস্কারের ক্ষেত্রেও সুবিধা হবে। ডিএসপি ট্রাফিক মলয় দাস জানান, “নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় খতিয়ে দেখে তিস্তার দ্বিতীয় সেতু শুক্রবার আমরা চালু করেছি। নতুন সেতুর জন্য পুরানো সেতুর উপর গাড়ির চাপ অনেকটাই কমবে।” সাত দিনের মধ্যে পুরনো সেতু মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।