কুয়ে নদীর জলস্তর বৃদ্ধির ফলে প্লাবিত ভরতপুর ব্লকের গডডা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত সুখদানপুর গ্ৰাম। জল ঢুকেছে প্রায় ৫০টি বাড়িতে। থাকা-খাওয়া নিয়ে দিশাহারা বাসিন্দারা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার, বিডিও গ্রামে গিয়ে বলেন থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা হয়নি বলে অভিযোগ।
তাঁরা চাইছেন সরকার যেন তাঁদের জন্য যথাযোগ্য ব্যবস্থা করে দেয়। বিডিও অঞ্জন রায় জানান, “ঘটনা আমরা জানতে পেরেছি এবং তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হবে”।





























































































































