আমেরিকা-চিন সংঘাত চরমে, এবার মার্কিন দূতাবাস বন্ধ করল চিন

0
2

দূতাবাসের বদলে দূতাবাস। চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্র হিউস্টনে চিনা কনস্যুলেট বন্ধ করে দিয়েছিল। তারই প্রতিশোধ। এবার বন্ধ হল মার্কিন দূতাবাস।

চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদু-র মার্কিন কনস্যুলেটের লাইসেন্স বাতিল করা হয়েছে। চিনা বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের অযৌক্তিক পদক্ষেপের বৈধ এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া।

প্রসঙ্গত, মঙ্গলবার আচমকাই মার্কিন যুক্তরাষ্ট্র ৭২ ঘন্টার মধ্যে হিউস্টন শহরের চিনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তারপর থেকে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। সেই সময় বেজিং হুমকির সুরে বলেছিল, মার্কিন সিদ্ধান্তের প্রতিশোধ নেওয়া হবে। আর তেমনটাই হলো।