অস্ট্রেলিয়া সফরের কোয়ারান্টাইনের কারণে আইপিএল এগিয়ে শুরু ১৯ সেপ্টেম্বর

0
2

অবশেষে আইপিএলের ক্রীড়াসূচি প্রকাশ করে দিল আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। ১৯ সেপ্টেম্বর, শনিবার থেকে টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল ম্যাচ ৮ নভেম্বর, রবিবার। ৫১ দিনে ৬০ টি ম্যাচ খেলা হবে। অর্থাৎ আইপিএলের যা ক্রীড়াসূচি ছিল তার থেকে সাত দিন সময়সীমা বাড়ানো হয়েছে। আইপিএল অনুষ্ঠিত হবে শারজা, আবুধাবি এবং সংযুক্ত আরব আমিরশাহীতে। অগাস্ট মাসের মধ্যেই লিগ টেবিল তৈরি হয়ে যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ করতে না চাওয়ার কারণেই আইপিএল করা সম্ভব হল। তবে আইপিএল এগিয়ে নিয়ে আসা হল মূলত ভারতের অস্ট্রেলিয়া সফরের কারণেই। অস্ট্রেলিয়ায় পৌঁছে বাধ্যতামূলকভাবে ভারতীয় দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই সময়টি হাতে রেখেই বিসিসিআই আইপিএল এর দিন ঘোষণা করল।