কলকাতার সাংবাদিকতার জগতের সুপরিচিত নাম তপনায়ন ঘোষ প্রবল হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বিকেলে শেওড়াফুলির বাসভবনে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৬৮। তাঁর ক্যানসারের চিকিৎসা চলছিল। সাংবাদিকতা শুরু করেন সাতের দশকে সত্যযুগ কাগজে। পরে কর্মজীবনের বেশিরভাগই কাটিয়েছেন বর্তমান পত্রিকায়। পরে অবসর নিয়ে সান্ধ্য সত্যযুগ পত্রিকায় কর্মরত ছিলেন। তপনায়ন ঘোষ ছিলেন উৎসাহী পর্বতারোহী। তিনি একসময় বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যাসোশিয়েশনের কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। কলকাতা প্রেস ক্লাবেরও তিনি প্রাক্তন সম্পাদক। বিনয়ী ও প্রতিটি সমাজসেবামূলক কাজে উৎসাহী তপনায়ন ঘোষের পুত্র ও স্ত্রী রয়েছেন।































































































































