দিন দিন খারাপ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। বাড়ছে একাধিক নদীর জলস্তর। বন্যায় মৃত্যু হয়েছে প্রায় ১১৫ জনের। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান চলে গিয়েছে জলের তলায়। বন্যপ্রাণীদের অবস্থা খুব খারাপ। জলে ডুবে মৃত্যু হয়েছে বহু গণ্ডারের।
অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা, ডিব্রুগড়, কোকরাঝাড়, বনগাইগাওঁ, তিনসুকিয়া সহ আরও কয়েকটি জেলা ।
টানা বৃষ্টির জেরে ব্রহ্মপুত্রের জলস্তর বাড়ছে । জলমগ্ন ২,৫২৫টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর চাষের জমি । বন্যার মারাত্মক প্রভাব পড়েছে কাজ়িরাঙা জাতীয় উদ্যানেও । মৃত্যু হয়েছে ১২০টি পশুর । বন দফতরের উদ্যোগে উদ্ধার করা হয়েছে ১৪৭টি পশুকে ।
রাজ্যজুড়ে তৈরি হয়েছে ৩৯১টি শিবির । বহু মানুষ এই শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন ।





























































































































