এবার গির্জা থেকে যীশুর ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিল চিন। শুধু তাই নয়, খ্রীস্টান ধর্মাবলম্বীরা নিজেদের বাড়িতে যীশুর কোনও ছবি রাখতে পারবেন না। দেশের বিভিন্ন প্রদেশে এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী এই তথ্য সামনে এসেছে।
সূত্রের খবর, আনহুই, জিয়াংসু, হুবেই ও ঝেজিয়াং প্রদেশের প্রশাসনিক কর্তাদের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রদেশের গির্জাগুলোতে রাখা ক্রুশ নামানোর কাজ শুরু হয়েছে। সরকারের এহেন নির্দেশ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, শাংসি প্রদেশের খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বাড়ি থেকে যীশুর ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সরকার নির্দেশ দিয়েছে চেয়ারম্যান মাও ও প্রেসিডেন্ট শি জিংপিং এর ছবি রাখতে হবে।