ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী, বাংলা শাসন করবে বাঙালিরা, শুধু তৃণমূলকে ছাড়া!

0
2

২১-এর ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, বাংলা শাসন করবে বাঙালিরা, কোনও অবাঙালিরা নয়। পাল্টা জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, উনি ঠিকই বলেছেন, বাঙালিরাই বাংলা শাসন করবে, শুধু টিএমসিকে ছাড়া।

দিল্লিতে প্রথম দিনের সাংগঠনিক বৈঠকের শেষে দিলীপ বলেন, লোকসভা ভোটের পর একুশের বিধানসভা ভোটের কাজ শুরু করেও তা থেমে গিয়েছিল। করোনা অন্যতম কারণ। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করা যায়নি। তাই টানা রবিবার পর্যন্ত নানা স্তরে বৈঠক হচ্ছে। লক্ষ্য তো অবশ্যই বিধানসভা বৈঠক। পাশাপাশি চোপড়া নিয়ে বলেন, খুন, ধর্ষণের পরেও গ্রেফতার হয় না, চার্জশিট হয় না। এটাই এখন রাজ্যের বাস্তব চিত্র। প্রতিবাদ জানাতে গেলে দলের নেতাকে গ্রেফতার করা হচ্ছে। গণতন্ত্রের দফারফা রাজ্যে। মানুষই জবাব দেবেন ব্যালটে।