বিজেপিতে যোগ দেওয়ার ১৫ ঘণ্টার মধ্যে দল ছাড়ার ঘোষণা করে কার্যত বিজেপি নেতৃত্বকে বেকায়দায় ফেলে দিয়েছেন ফুটবলার মেহতাব হোসেন। দিল্লিতে দলীয় বৈঠকের মাঝে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, আসলে তৃণমূলসহ পারিবারিক এবং পারিপার্শ্বিক চাপ ছিল মেহতাবের উপর। সেই কারণেই দলে থাকতে চায়নি। তবে দীর্ঘদিন ধরেই ওর সঙ্গে যোগাযোগ ছিল। মেহতাব মনে করে, বিজেপি মুসলিম বিরোধী দল নয়। আগামী দিনে ও বিজেপির সঙ্গে থাকবে বলেই আমাদের জানিয়েছে।