রাজস্থান হাইকোর্টে কংগ্রেস বনাম কংগ্রেস আইনি যুদ্ধের শুনানি শেষ হল মঙ্গলবার। তিনদিন ধরে শুনানিতে অংশ নেন বিদ্রোহী শচীন পাইলট শিবিরের আইনজীবী হরিশ সালভে ও মুকুল রোহতগি এবং রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশীর আইনজীবী অভিষেক মনু সিংভি। এদিন শুনানি শেষ হওয়ার পর হাইকোর্টের বিচারপতিরা জানান, শুক্রবার এই মামলার রায় ঘোষণা হবে। তাই শুক্রবার পর্যন্ত পাইলটদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নিতে পারবেন না স্পিকার।






























































































































