পদবির অজুহাতে চাকরি প্রার্থীর আবেদন পত্র খারিজ হয়ে গেল। অসমের বাসিন্দা প্রিয়াঙ্কা চুতিয়া। অভিযোগ, চাকরি পাওয়ার পথে এই পদবিই অন্তরায় হয়ে দাঁড়াল। বরাবরই মেধাবী ছাত্রী প্রিয়াঙ্কা। অসমের গোগামুখ নিবাসী ওই তরুণী ইকনমিক্স অ্যান্ড ফার্ম ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। কিন্তু আবেদন পত্রে তার পদবি যোগ করলেই তা বাতিল হয়ে যাচ্ছিল।
জানা গিয়েছে, ন্যাশনাল সিড কর্পোরেশন লিমিটেডে আবেদন করতে যান তিনি। চাকরিতে আবেদনের জন্য তিনি অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় অনলাইন পোর্টালে তাঁর পদবিটা গ্রহণ করা হয়নি। ওই তরুণী জানান পোর্টালে আবেদন করার সময় বার বার করে কেবল একটি কথাই ভেসে উঠছিল আর তা হল ‘সঠিক নাম ব্যবহার করুন’। তাঁর বক্তব্য, আবেদনপত্র বাতিল হয়ে যাওয়ায় তিনি হেল্পডেস্ক-এ মেল করেন। কিন্তু তার প্রত্যুত্তরে তাঁকে একটি অটো জেনারেটেড মেল পাঠানো হয়, যেখানে লেখা ছিল ‘থ্যাঙ্কস ফর ইওর ফিডব্যাক’।





























































































































