১০০ টাকায় জীবন বাজি! তোর্সা পেরোতে গিয়ে মৃত যুবক

0
2
প্রতীকী ছবি

খরস্রোতা তোর্সা নদী পেরোতে ১০০ টাকার বাজি ধরেছিলেন তিনি। সেই কাজ করতে গিয়েই মঙ্গলবার মৃত্যু হলো যুবকের। মৃতের নাম টিপু সুলতান। বয়স ৩০ বছর। পরিবারের একমাত্র উপার্জনকারী টিপুর বাড়িতে আছেন তাঁর স্ত্রী এবং মা।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে ওই যুবক নেশা করেছিল। এরপর স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে বাজি খেলে খরস্রোতা তোরসা নদীতে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার জায়গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জলের নিচ থেকে এলাকা থেকে অচেতন দেহ উদ্ধার করে। তৎক্ষণাৎ তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেম। সকাল থেকেই এলাকায় ব্যাপক ভাঙন চলছিল। যার জেরে স্থানীয় বাসিন্দারা তাঁদের নিজেদের ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ করছিল। তার মধ্যে এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।