একুশে জুলাইয়ে অশান্ত শহর। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা চলছে, ঠিক অন্যদিকে তখন বিজেপির বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। এদিন তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের পাল্টা “প্রহসন দিবস” পালন করার কর্মসূচি নিয়েছিল বিজেপি। আর সেই কর্মসূচিকে কেন্দ্র করেই যত বিপত্তি। জোর সংঘর্ষ বাঁধে তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে। আমহার্স্ট স্ট্রিট ও এমজি রোড ক্রসিংয়ে শুরু হয় এই ঝামেলা। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগ, বিজেপির পাল্টা কর্মসূচির সময় তৃণমূল সমর্থকরা সেখানে হাজির হয়। এরপরই হাতাহাতি বেঁধে যায় বিজেপি ও তৃণমূল কর্মী-মর্থকদের মধ্যে। খবর পেয়ে
পুলিশ গিয়ে প্রায় ১৪ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে।





























































































































