মুকুল রায় দিল্লি যাচ্ছেন।
তাঁর ঘনিষ্ঠমহল বলছে, অমিত শাহ ডেকেছেন। এব্যাপারে কিছু জানা সম্ভব হয়নি।
সূত্রটি আরও বলছে, জে পি নাড্ডা কমিটি ঢেলে সাজাবেন। মুকুল সর্বভারতীয় সহ সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারেন, যাঁর দায়িত্বে থাকবে বাংলা। এছাড়া বাংলার নির্বাচন কমিটিও তাঁর দায়িত্বে থাকতে পারে।
আবার অন্য সূত্র বলছে, যেহেতু মুকুলকে ঘিরে অন্য একটি জল্পনা ছিল বাজারে। সেটি খণ্ডন করতেই এই 21 জুলাই তাঁর দিল্লি যাওয়ার খবর সামনে আনা হয়েছে।
রাজ্য বিজেপি সূত্রে খবর, দিল্লি দিলীপ ঘোষের বাইরে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়ার সম্ভাবনাই বেশি। দিলীপের উপর পূর্ণ ভরসা দিল্লির। তবে অন্য শিবিরে ভারসাম্য রাখতে কার্যনির্বাহী সভাপতি নিয়োগ বা রাজ্য কমিটিতে রদবদল হতে পারে।






























































































































