দারুণ জয় ছিনিয়ে নিয়ে সমতা ফেরাল ইংল্যান্ড। যে কোনওভাবেই জয়টা দরকার ছিল। চরম লড়াইয়ে জিতে অবশেষে টেস্ট সিরিজে সমতা ফিরিয়েছে জো রুটের দল।
সকালে টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ের পর দারুণ বোলিংয়ে গুটিয়ে দিয়েছে ক্যারিবিয়ানদের।
ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে ১১৩ রানে জিতেছে ইংল্যান্ড। ৩১২ রান তাড়া করার সময় দ্বিতীয় ইনিংসে জেসন হোল্ডারের দলকে ১৯৮ রানে আটকে দেয়।এই জয়ের মাধ্যমে হাসি ফুটল ইংল্যান্ড দলের।
এর আগে ঘরের মাঠে প্রথম টেস্ট ওয়েস্ট ইন্ডিজের কাছে চার উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। প্রথম টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি দলের তারকা ব্যাটসম্যান জো রুট। তবে দ্বিতীয় টেস্টে ফিরেছেন তিনি। পারিবারিক কারণে তিনি যোগ দিতে পারেননি সাদাম্পটন টেস্টে।
লকডাউন পরবর্তী সময়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়েই শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে ইংল্যান্ডের জয়ের মাধ্যমে সমতায় ফিরেছে।
দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন বেন স্টোকস। প্রথম ইনিংসে যিনি খেলেছিলেন ১৭৫ রানের অনবদ্য ইনিংস। সঙ্গে প্রথম ইনিংসে বল হাতে নিয়েছিলেন ১ উইকেট।
একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৪ জুলাই।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































