রাজীব গান্ধী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরণ, ভেলোর জেলে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে তাঁর আইনজীবী দাবি করেছেন৷ নলিনী গত ২৯ বছর ধরে ভেলোর মহিলা সংশোধনাগারে বন্দি।
নলিনীর আইনজীবী পুগাজেন্ধি বলেছেন, জেলে আত্মহত্যার চেষ্টা করেছেন তাঁর মক্কেল৷
তাঁর অভিযোগ, কারা- কর্তৃপক্ষ নলিনীর এই আত্মঘাতী হওয়ার চেষ্টার কারন গোপন করার চেষ্টা করছে৷ তিনি আরও বলেন যে জেল কর্তৃপক্ষ যে সব কথা বলছে তা বিশ্বাসযোগ্য নয়। আইনজীবীর বক্তব্য,
“জেল কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করে বলেছে যে নলিনীর সাথে এক সহ-বন্দির ঝগড়া হয়৷ ওই সহ-বন্দি এর পর জেল কর্তৃপক্ষকে অভিযোগ জানায়৷ এই ঝগড়ার ফলে নলিনী বিচলিত হয়ে পড়েন এবং আত্মহত্যার চেষ্টা করেন,” জেল কর্তৃপক্ষের এই সাফাই উড়িয়ে আইনজীবীর দাবি, “বন্দিদের মধ্যে এই ধরনের ঝগড়া খুবই সাধারণ এবং এটা বিশ্বাস করা কঠিন যে শুধু এই ঝগড়ার জন্য নলিনী আত্মহত্যার চেষ্টা করবে৷ এর পিছনে অন্য কারন থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত প্রয়োজন” ৷
আইনজীবী বলেন, গত মার্চে, মহামারির আগে নলিনীর সঙ্গে তাঁর দেখা হয় এবং মনে হচ্ছিল তিনি ভালো আছেন, কোনও হতাশা নেই”৷ জেল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই ঘটনায় মুখ খোলেনি৷
প্রসঙ্গত, নলিনী ছাড়াও শ্রীলঙ্কার নাগরিক তাঁর স্বামী মুরুগান সহ ৬-জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে একই অপরাধে!





























































































































