করোনার কঠিন পরিস্থিতিতে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে শুরু থেকেই ছিল ঘোর অনিশ্চয়তা। বিশ্বজুড়ে এমন মহামারি পরিস্থিতিতে একটা এতবড় টুর্নামেন্ট আয়োজন করা যে অবাস্তব, এমন আশঙ্কা ছিল আয়োজক দেশ খোদ অস্ট্রেলিয়ারই। এবং শেষ পর্যন্ত সেটাই হলো। আজ, সোমবার আইসিসি’র বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছে, এ বছর আর আয়োজন করা সম্ভব হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ।
উল্লেখ্য, আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। এরপর আগামী বছর ২০২১-এ আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। তবে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ বছরের টুর্নামেন্টটা শেষ পর্যন্ত হবে কি না, এই প্রশ্নটা বড় হয়ে উঠেছিল গত কয়েক মাসে। আইসিসি’র চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুদিন সময় চেয়েছিল। সেই সিদ্ধান্তটাই অবশেষে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হলো।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের পাশাপাশি এদিন আইসিসি’র সভায় আরও বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া এই টুর্নামেন্টের ক্ষতি পুষিয়ে নিতে আইসিসি’র অন্য বড় ইভেন্টগুলোর সূচিও নতুন করে ঠিক করা হয়েছে এদিনের সভায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটা হবে আগামী বছর অক্টোবর-নভেম্বরে, ১৪ নভেম্বর ২০২১ ধরা হয়েছে ফাইনালের সম্ভাব্য তারিখ। এরপর পরের বছর (২০২২) একই সময় হবে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটির ফাইনাল হতে পারে ১৩ নভেম্বর।
আর ভারতে হতে চলা ২০২৩ ওয়ান-ডে বিশ্বকাপ ফেব্রুয়ারি-মার্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ওই বছরই অক্টোবর-নভেম্বরে। ওই টুর্নামেন্টের মেগা ফাইনাল হবে ২৬ নভেম্বর।





























































































































