কোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাত না করেই রোটেশন অনুযায়ী লকডাউন হবে: ফিরহাদ

0
2

রাজ্যে করোনার ক্রমাগত দাপাদাপি এবং গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা থেকে লকডাউন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বিকেলে সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, অগাস্ট মাস পর্যন্ত সপ্তাহে দুটি দিন সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্য। এবং সে দিনক্ষণ সময় মতো প্রতি সপ্তাহে জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, রাজ্যের মন্ত্ৰী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম একইভাবে জানান, রোটেশন অনুযায়ী লকডাউন হবে। তিনি জানিয়েছেন, এই লকডাউন কোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে করা হবে না। কারণ, পশ্চিমবঙ্গ সর্বধর্ম সমন্বয় রাজ্য। তাই কোনও বিশেষ দিনে, যেমন দুর্গাপুজো, ঈদ বা বড়দিনে লকডাউন হবে না। তাই কোনও সংগঠনকে ভুল না বোঝার অনুরোধ করেন তিনি।

একইসঙ্গে ফিরহাদ হাকিম এদিন আরও একবার রাজ্যের সাধারণ মানুষের কাছে হাতজোড় করে অনুরোধ করেছেন, সবাই যেন নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখেন। মাস্ক ব্যবহার করেন। যে সমস্ত জায়গায় লকডাউন চলছে সেখানে মানুষ যেন নিজেদের মধ্যে বেশি করে সচেতন হয়ে ওঠেন।