সুজনের দাবি, মে-জুনের সিইএসসির বিল বাতিল করতে হবে

0
3

সিইএসসির বিদ্যুতের বিল নিয়ে অন্য দাবি বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর। তাঁর দাবি, এপ্রিল-মে মাসের বিদ্যুতের বিল বাতিল করতে হবে। সিইএসসি এই বিল স্থগিত রেখেছে। কিন্তু বাতিল করেনি। আমাদের দাবি এই দু’মাসের বিল বাতিল করতে হবে। এবং জুন মাসের বিল নতুন করে তৈরি করতে হবে। যে বিলের আগের জুন মাসের বিলের সঙ্গে যেন নূন্যতম সাযুজ্য থাকে।

সুজনের বক্তব্য, ২০১১ সালের পর থেকে লাফিয়ে বেড়েছে সিইএসসির বিদ্যুতের দাম। এখঅন দেশে বিদ্যুতের সবচেয়ে বেশি দাম এই রাজ্যে। যে অনুপ্রেরণায় তা হয়, সকলে বুঝছেন। আমাদের বক্তব্য, কেন দিল্লি বা তামিলনাড়ুর মতো প্রথম ২০০ ইউনিটে ছাড় দিয়ে পরের ২০০ থেকে দাম নির্ধারণ করা যাবে না! অন্য রাজ্য পারলে আমরা নয় কেন? না পারলে বোঝাই যাবে, আসলে সর্ষের মধ্যেই ভূত আছে, যেটা মানুষ মনে করছেন।