ভুলের জন্য নরম সুরে ক্ষমা, মুখ্যমন্ত্রীর পাশে থাকার আবেদন অনুব্রতর

0
2

আরও একবার ক্ষমা চাইলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুরোধ করলেন মুখ না ফেরানোর জন্য।

মহামারির পরিস্থিতিতেও বিধানসভা নির্বাচনের বিভিন্ন কর্মসূচি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। রবিবার বীরভূমের সাঁইথিয়ায় একটি কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। সেখানেই কর্মীদের একরকম হুঁশিয়ারি দিয়ে বলেন, “কারও ঔদ্ধত্য মেনে নেওয়া হবে না। যাঁরা অঞ্চল প্রধান রয়েছেন তাঁরা যদি ভেবে নেন আমরাই অঞ্চলের সব, তাহলে না মানুষ মানবে, না দল। আপনি যদি কথা না শোনেন মানুষও মানবে না, আমরাও মানবো না।”

তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, “আমি দলের পক্ষ থেকে বলছি, যদি আমার দলের কোনও কর্মী অন্যায় করে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা পঞ্চায়েতের ভোট নয়। জেলা পরিষদের ভোট নয়। এটা মিউনিসিপ্যালিটির ভোট নয়। সবাই মমতা ব্যানার্জীর পাশে থাকুন।” তিনি এও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থাকলে বাংলায় অন্ধকার নেমে আসবে।”