বৃষ্টিতে ফুটো হয়ে গেল কোয়ারেন্টাইন সেন্টারের ছাদ, ভেসে গেল রোগীর বিছানা!  

0
2

কোয়ারেন্টাইন সেন্টার। পরপর পাতা রয়েছে বেড। কোনও রোগী শুয়ে রয়েছেন, কেউ একটু উঠে বসেছেন। হঠাৎ করে ছাদ ফেটে হু হু করে পড়তে লাগল জল! নিমেষে বদলে গেল চিত্রটা। কোয়ারেন্টাইন সেন্টার নাকি জলপ্রপাত!
এমনই ঘটনার সাক্ষী উত্তর প্রদেশের বরেলি। বৃষ্টির জলে ভেসে গেল ভাইরাস আক্রান্ত রোগীর ওয়ার্ড। রোগীরাও স্তম্ভিত। বরেলির একটি কোয়ারেন্টাইন সেন্টারের এই হাল দেখে রীতিমত শিউরে উঠছেন আমজনতা।

উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব টুইট করে লিখেছেন, “এই হলো উত্তর প্রদেশের কোয়ারেন্টাইন সেন্টারের হাল, লাগাতার ঝরনা বইছে।”

সেই ভিডিও আপাতত নেট দুনিয়ায় ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে চারিদিকে বেড আর মাঝখানে ছাদের গর্ত দিয়ে পড়ছে জল। ভেসে চলেছে অঝোরে। জলের তোড়ে ভিজে যাচ্ছে ওই ওয়ার্ডের বিছানাগুলি।বাকিরা নিরুপায়ের মতো বসে রয়েছেন।