বিজেপি নেতার বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ-খুন, আগুন জ্বালিয়ে বাস পুড়িয়ে চোপড়ায় রণক্ষেত্র

0
2

বিজেপির বুথ সভাপতির বোনকে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণ এবং খুনের অভিযোগ, আর সেই ঘটনা নিয়ে উত্তর দিনাজপুরের চোপড়া রবিবার সারাদিন উত্তপ্ত। বাস লরি পুড়িয়ে, জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ ঘটনার পেছনে রয়েছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, এটা বিজেপির অন্তর্দ্বন্দ্বের জের।

রবিবার ভোরে বাড়ির গায়ে শৌচালয়ে যান চোপড়াগজের বিজেপি বুথ সভাপতির বোন। সচলের থেকে ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী বছর ১৬-র ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা জায়গায় লাগাতার ধর্ষণ করে। এরপর বিষ খাইয়ে খুন করার চেষ্টা হয়। পরে অসুস্থ কিশোরীকে ফেলে রেখে তারা পালায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর কিশোরীকে উদ্ধার করে চোপড়ার দোলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় ইসলামপুর মহাকুমা হাসপাতাল পাঠানো হয়। কিন্তু সেখানেই কিশোরীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মানি ব্যাগ, আধার কার্ড, মোবাইল ফোন পাওয়া যায়। একটু দূরে সাইকেলও মেলে। দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরজিৎ সেন বলেন, তৃণমূলই এই কাজ করেছে। প্রতিবাদে তারা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। রাস্তা অবরোধ করা হয় টায়ার জ্বালিয়ে। আগুন লাগানো বাস ও লড়িতে। হয় তীব্র যানজট। পরে চোপড়া থানার আইসি বিশালবাহিনী নিয়ে এসে বিক্ষোভ অবরোধ তোলে। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করা যায়নি।