খেলরত্ন পুরস্কারের জন্য ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিংয়ের নাম দিয়েও পরে তা তুলে নেওয়া হয় পাঞ্জাব সরকারের তরফে। সেই বিতর্কেই এবার জল ঢাললেন ভাজ্জি। বললেন, “ওটা পাঞ্জাব সরকারের ভুল নয়। আমিই আসলে খেলরত্ন পুরস্কারের যোগ্য নই।”
ভাজ্জির বক্তব্য খুব স্পষ্ট , তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করেননি তিনি। তাই ৪০ বছর বয়সী হরভজন মনে করছেন, ২০১৬ সালের পর থেকে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেননি বলেই, খেলরত্ন পুরস্কার প্রাপকের তালিকা থেকে তাঁর নামটি সরিয়ে দেওয়া হয়েছে।
একটি টুইটে ভারতের প্রাক্তন এই অফস্পিনার লিখছেন, ‘আমার খেলরত্ন পুরস্কারের জন্য অনেক ধন্দ্ব এবং গুজব রটেছে। হ্যাঁ গত বছরে মনোনয়ন পাঠানো হয়েছিল ঠিকই। কিন্তু চলতি বছরে আমার নাম তুলে নিতে বলেছি পঞ্জাব সরকারকে। কারণ গত তিন বছরে আন্তর্জাতিক ক্রিকেটে আমি কোনও ম্যাচ খেলিনি। বিষয়টা নিয়ে আরও কোনও জলঘোলা করবেন না।’
ভারতের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সফলতম বোলার হরভজন। ১০৩ টেস্ট ম্যাচ খেলে তাঁর ঝুলিতে রয়েছে ৪১৭টি উইকেট। ১৯৯৮ সালে বিশ্ব ক্রিকেটে অভিষেক হয়েছিল হরভজন সিংয়ের। ওয়ানডে ক্রিকেটে ২৩৬টি ম্যাচ খেলে ২৬৯টি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে টি-টোয়েন্টিতে ২৮টি ম্যাচ খেলে হরভজনের উইকেট সংখ্যা ২৫টি। প্রসঙ্গত, খেলরত্নের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ক্রীড়াবিদের শেষ তিন বছরের পারফরম্যান্স দেখা হয়ে থাকে। সেই নিরিখে তিনি কোনও মতেই এই মহার্ঘ পুরস্কারের যোগ্য নন বলে মনে করেন দেশের প্রাক্তন তারকাটি।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































