পরীক্ষা নিতে চায় সিংহভাগ বিশ্ববিদ্যালয়, বিবৃতি জারি করে দাবি ইউজিসি-র

0
2

মহামারি আবহে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিরোধিতা করেছে একাধিক রাজ্য। কিন্তু তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অচল থাকছে কেন্দ্রীয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জু রী কমিশনের দাবি সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত বর্ষ বা ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নিতে চাইছে সিংহভাগ বিশ্ববিদ্যালয়। ইউজিসি-র দাবি আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে দেশের ৩৬৬ টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতে চলেছে। চলতি মাসের শুরুর দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নির্দেশিকা জারি করে জানায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা বা ফাইনাল সেমিস্টার বাধ্যতামূলকভাবে নিতে হবে কলেজ বিশ্ববিদ্যালয়কে। এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই নির্দেশিকা পুনর্বিবেচনা করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এ রাজ্য নয়, দিল্লি, ওড়িশা, পঞ্জাব, তামিলনাড়ুর মতো রাজ্যও এই নির্দেশিকার বিরোধিতা করেছে।

শুক্রবার বিবৃতি জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন জানিয়েছে, দেশের ৭৭৫ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইতিমধ্যে অনলাইন বা অফলাইন বা দুই পদ্ধতি মেনে পরীক্ষা নিয়েছে ১৯৪ টি বিশ্ববিদ্যালয়। আরও ৩৬৬টি বিশ্ববিদ্যালয় আগামী অগস্ট বা সেপ্টেম্বরে অনলাইন বা অফলাইন বা দু’ভাবেই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে।