কাশ্মীরে সেনাবাহিনীর হাতে খতম তিন জঙ্গি। সাতসকালেই শুরু হয় এনকাউন্টার। শুক্রবারের পর শনিবারও সাফল্য মেলে ভারতীয় সেনাবাহিনীর।
সেনাবাহিনী সূত্রে খবর, সোপিয়ানের আমসিপোরাতে এই অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। জঙ্গিদের সন্ধান পাওয়ার পরেই শুরু হয় এনকাউন্টার। আর তাতেই খতম ৩ জঙ্গি। এই ৩ জঙ্গিই জইশ ই মহম্মদের সদস্য।
শুক্রবার সকালেও সেনবাহিনী খতম করে জঙ্গি কমান্ডার সহ ৩ জইশ জঙ্গি। বাহিনী তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ।































































































































