সংখ্যা দেখে আতঙ্ক নয়, চালু রাজ্যের হেল্পলাইন: মুখ্যসচিব

0
2

ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। বাংলায় কোভিড আক্রান্তের মৃত্যুর সংখ্যা আর অন্যান্য রাজ্যের থেকে অনেক কম। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন, যত পরীক্ষা করা হবে, তত সংক্রমণ ধরা পড়বে। সুতরাং সংখ্যা দেখে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

এই মুহূর্তে রাজ্যে  ১৪৭০৯ জন কোভিড আক্রান্ত। মারণ ভাইরাস মোকাবিলায় কলকাতা-সহ চার জেলার সমন্বয় আরও জোর দিতে চায় সরকার। রাজ্যবাসীকে মুখ্যসচিব জানান, “সুরক্ষা বিধি মেনে চলুন। যেখানে সুরক্ষা বিধি লঙ্ঘন, সেখানেই বেশি সংক্রমণ”।
রাজীব সিনহা জানিয়ে দেন, রাজ্যে এই মুহূর্তে লকডাউন ঘোষণার কোনও পরিকল্পনা নেই সরকারের। শুধুমাত্র কনটেনমেন্ট জোনে লকডাউন থাকবে।
অল্প সংক্রমণের ক্ষেত্রে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যসচিব জানান, অনেকেই হোম আইসোলেশনে থেকে সুস্থ হতে পারেন। সেক্ষেত্রে সবসময় চিকিৎসকের পরামর্শ পেতে একটি হেল্প লাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। ১৮০০৩১৩৪৪৪২২২-এই নম্বরে ফোন করে হোম আইসোলেশনে থাকা ব্যক্তিরা নিজেদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে যেকোনো প্রশ্নের উত্তর পাবেন। হোম আইসোলেশনে ২৪×৭ চিকিৎসকের পরামর্শ মিলবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব।