রাজস্থান কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল চরমে। অভিযোগ, পাল্টা অভিযোগের চাপে রাজনৈতিক সংকট রোজই নতুন মাত্রা নিচ্ছে। এবার শচিন পাইলট অনুগামীদের অভিযোগ, সমস্যা মেটাতে বুধবার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা বঢরা। তিনি পাইলটের সমস্ত অভিযোগ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কাছে পৌঁছে দেবেন বলে পাইলটকে প্রতিশ্রুতি দেন। অথচ তার তিন ঘণ্টার মধ্যে বৈঠক ডেকে শচিন পাইলটকে উপ মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারণ করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শাস্তিমূলক অপসারণের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে ফলাও করে জানান কংগ্রেসের পর্যবেক্ষক রণদীপ সুরজেওয়ালা সহ অন্য নেতারা। পাইলট শিবিরের প্রশ্ন, এই অপমানের মানে কী? তাহলে প্রিয়াঙ্কা কীসের ভিত্তিতে সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন?
পাইলট শিবিরের অভিযোগ নিয়ে কংগ্রেস হাইকমান্ড মৌনব্রত নিলেও প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ নেতারা পাল্টা তথ্য ফাঁস করে জানাচ্ছেন, পাইলট যে শর্ত দেন তা মানা কোনও দলের পক্ষেই সম্ভব নয়। প্রিয়াঙ্কা অনুগামীদের বক্তব্য, পাইলট শর্ত দিয়েছিলেন, এক বছরের মধ্যে তাঁকেই রাজস্থানের মুখ্যমন্ত্রী করা হবে এমন ঘোষণা প্রকাশ্যে করতে হবে। স্বভাবতই পাইলটের এই শর্ত মানা সম্ভব ছিল না সোনিয়া, রাহুলদের।





























































































































