কোভিড-১৯ নিয়ে দেশবাসীর মধ্যে এবার বাড়ছে সীমাহীন উদ্বেগ। যত দিন যাচ্ছে ততই সংক্রমণ বাড়ছে বিদ্যুৎ গতিতে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার ভারতে একদিনে করোনা আক্রান্ত হলেন আরও ৩৪ হাজার ৮৮৪ জন। ফলে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ ৩৮ হাজার ৭১৬। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৬৭১ জনের। ফলে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২৬ হাজার ২৭৩ জনের। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫৮ হাজার ৬৯২ জন। তবে স্বস্তির খবরও আছে। এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৬ লক্ষ ৫৩ হাজার ৭৫১ জন করোনাজয়ী।































































































































