লকডাউনের আবহে বাড়ির মাসিক বিদ্যুৎ পরিষেবা বিল এসেছে ২১হাজার ১৪০ টাকা। সিইএসসি-র কাণ্ড দেখে প্রথমটা বিশ্বাস করতে পারেন নি অভিনেতা অঙ্কুশ হাজরা। সম্বিত ফিরতে বুঝলেন, বিলটি সিইএসসি পাঠিয়েছে ।
করোনা সংক্রমণের জেরে গত মার্চ মাস থেকে লকডাউন জারি হওয়ার ফলে অধিকাংশ পেশাদারই বাড়ি বন্দি হয়ে রয়েছেন। সামাজিক দূরত্ববিধি মেনে বাদ পড়েছে একসঙ্গে বসে আড্ডা, পার্টি বা গেট টুগেদারেও। 
এই অবস্থায় অঙ্কুশের বাড়িতে মোটাসোটা অঙ্কের বিদ্যুৎ বিল পাঠিয়েছে সিইএসসি। সাধারণত প্রতি মাসে গড়ে হাজার চারেক টাকা বিল হয় তাঁর বিদ্যুৎ খরচের, জানিয়েছেন খোদ অঙ্কুশ। কিন্তু তার জায়গায় ২১ হাজারের উপরে বিল পাঠানোর কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না তিনি।
ঘটনায় এতটাই অবাক হয়েছেন অভিনেতা, যে সিইএসসি বিলের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে সংস্থার উদ্দেশে লিখেছেন, ‘৪০০০ এর জায়গায় ২১০০০? সিইএসসি বিশ্বাস করুন এই অতিমারী পরিস্থিতিতে মজা করতে বাড়িতে কোনও ডিস্কো লাইট বা এইচএমআই লাগাইনি… আমাদের সঙ্গে দয়া করে এমন করবেন না।’
এই বিষয়ে এখনও পর্যন্ত সিইএসসি-র তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































