ভিক্ষে করতেন, জানতেন না লাখ টাকার মালিক তিনি!

0
2

তিনি কোনওদিন স্বপ্নেও ভাবেননি লাখ টাকার মালিক হবেন।
কয়েকদিন আগেও ভাঙাচোরা বাড়িতে বৃষ্টির জল ঢুকে ভেসে যেত। ঘর পরিষ্কার করে জমানো টাকা রোদে শুকাতে দিয়ে অবাক হয়ে যান তিনি। ঘটনাস্থল কেরালার কোট্টায়াম।
জানা গিয়েছে, ২৫ বছর ধরে ভিক্ষে করে ওই বৃদ্ধা যা টাকা পেয়েছেন তা সবই এক পোটলায় রেখেছিলেন । রোদে শুকাতে দিলে পুলিশ সে টাকা গুনে ব্যাঙ্কে তার নামে অ্যাকাউন্ট খুলে জমা দিয়ে দেয়। দেখা যায় ওই পোটলায় নিষিদ্ধ হয়ে যাওয়া নোটও ছিল। প্রায় ৩২ হাজার টাকার মতো অচল নোট পাওয়া যায়। বাকি ১ লাখ ১০ হাজার সচল টাকা পাওয়া যায়। না খেয়ে ২৫ বছর ধরে এই টাকা সঞ্চয় করেছেন ওই বৃদ্ধা। নিজেও জানতেন না কত টাকা জমেছে! গ্রামবাসীদের কাছে রীতিমতো তিনি এখন আকর্ষণের কেন্দ্রে।