বিজেপি বিধায়কের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

0
2

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুরহস্য উদঘাটনে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন নিহত বিধায়কের স্ত্রী চাঁদনি রায়। শুক্রবার স্বামীর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে আদালতে মামলা করেন তিনি। মৃত বিধায়কের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লেগে শ্বাসরোধেই বিধায়কের মৃত্যু হয়েছে। কিন্তু দেবেন্দ্রনাথ রায়ের পরিবার একে আত্মহত্যা বলে মানতে নারাজ। গভীর রাতে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। একই অভিযোগ বিজেপিরও।

বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে এর আগে রাজ্যপাল ও রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছিল বিজেপি। এব্যাপারে হাইকোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে আইনি পরামর্শও করছিল দল। অবশেষে শুক্রবার এই সংক্রান্ত মামলাটি দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টে মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।