ফের করোনায় আক্রান্ত পুলিশ। এবার আক্রান্ত জগৎবল্লভপুর থানার ওসি দেবব্রত দাস। তাঁকে সঞ্জীবনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোয়াব টেস্ট হলে জানা যায় রিপোর্ট পজিটিভ। জেলা প্রশাসন সূত্রে খবর জেলাশাসকের এক নিরাপত্তাকর্মী এবং অফিসের এক চালকেরও করোনা পজিটিভ। তাদেরও ভর্তি করা হয়েছে সঞ্জীবনী হাসপাতালে।
এর আগে জগৎবল্লভপুর থানার ১১জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তারা সবাই সুস্থ। অন্যদিকে হাওড়া থানার একজন কনস্টেবল, একজন হোমগার্ড ও একজন সিভিক ভলান্টিয়ার কোভিড-১৯ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।





























































































































