অফস্ক্রিন ‘মানি হাইস্ট’! ব্যাঙ্ক থেকে মুহূর্তে গায়েব ১০ লক্ষ টাকা

0
3

অনস্ক্রিন মানি হাইস্টের কথা আমরা অনেকেই জানি। কিন্তু অফস্ক্রিন? ১০ বছরের ছেলের ব্যাঙ্কে ঢুকে মুহূর্তের মধ্যে ১০ লক্ষ টাকা বেরিয়ে পড়ল। ঘটনা মধ্যপ্রদেশের নিমাচ জেলার। ইতিমধ্যেই হাতে এসেছে ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ।

যেখানে দেখা যাচ্ছে, ব্যাঙ্কে ভিড়। একটি বছর দশেকের ছেলে ব্যাঙ্কে ঢুকে কয়েক নোট বান্ডিল তুলে নিয়ে ব্যাগে পুরল। যখন সবার নজরে এসেছে, ততক্ষনে দরজা দিয়ে বেরিয়ে গেছে সে। বাইরে দাঁড়িয়ে থাকা এক মধ্য বয়স্ক ব্যক্তির সঙ্গ নিল সে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি এই কাজের মাস্টারমাইন্ড। এসআই আরপি মিশ্র বলেন, ” ছেলেটির বয়স বছর দশেক হবে। ৫০০ টাকার দু’‌টি বান্ডিল নিয়ে পালিয়েছে তারা। ছেলেটির মুখে মাস্ক ছিল। তাই খুব ভালভাবে তার মুখটা দেখতে পাইনি আমরা।” তবে বয়স হবে ১০–১২–এর মধ্যে। তদন্ত চলছে।’ ব্যাঙ্কের আশেপাশের দোকানের মালিকদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিরাপত্তারক্ষীকেও।