যোধপুর পার্কে দু’জনকে এলোপাথাড়ি চপারের কোপ, অভিযোগ মাংস বিক্রেতার দিকে

0
2

ভরা বাজারে দুই ব্যক্তিকে এলোপাথাড়ি চপারের কোপ। অভিযোগ এক মাংস বিক্রেতা ও তার দলবলের দিকে।

ঘটনায় গুরুতর জখম হয়েছেনবিশ্বজিৎ নস্কর (৩৮) ও গোপাল দাস (৩০)।আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো দক্ষিণ কলকাতার লেক থানা এলাকার যোধপুর পার্ক বাজার চত্বরে।

ঘটনার সূত্রপাত দু’দিন আগে। পাড়ায় দুটি গ্রুপের মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলায় জড়িয়ে পড়ে বিশ্বজিৎ নস্করের ভাইপো সনৎ নস্কর। এরপর গতকাল বুধবার সনৎকে কয়েকজন ফোন করে ডাকে। সনৎ সেখানে গেলে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

এদিকে ভাইপোর মার খাওয়ার ঘটনা জানার পরই বুধবার সন্ধেবেলায় বিশ্বজিৎ নস্কর ও গোপাল দাস ওই যুবকদের সঙ্গে কথা বলতে যান। কথা থেকে বিষয়টি বচসার দিকে যায়। শুরু হয় হাতাহাতি। অভিযোগ, সেই সময়ই উত্তেজনার মধ্যে চপার দিয়ে তাঁদের দু’জনকে কোপানো হয়। লেক থানার পুলিশ তদন্তে নেমেছে।