আইলিগের তারকা স্ট্রাইকার প্লাজাকে তুলে নিয়ে চমক মহামেডানের

0
2

মহামেডান ক্লাবের সচিব পদে দায়িত্ব নিয়েই ক্লাবের ফুটবলকে ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছিলেন দীপেন্দু বিশ্বাস। সে কথা রাখলেন দীপেন্দু বিশ্বাস। আগামী মরসুমে মহামেডানের হয়ে খেলতে দেখা যাবে আইলিগের তারকা স্ট্রাইকার ইউলিস প্লাজাকে। দলের আক্রমণ বিভাগকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত মহামেডান ক্লাব কর্তাদের ।
গত মরসুমে চার্চিল ব্রাদার্সের হয়ে ১৪ ম্যাচে আটটি গোল করেছিলেন প্লাজা। গোল করেছিলেন ইষ্টবেঙ্গল ও মোহনবাগানের বিরুদ্ধেও। তার আগের মরসুমে আইলিগের অন্যতম সেরা প্লেয়ার ছিলেন ত্রিনিদাদ ও টোব্যাগোর এই ফুটবলার। ক্লাব সূত্রেজানা গিয়েছে, সাড়ে তিন মাসের চুক্তিতে তাঁকে দলে নেওয়া হয়েছে। পারফরমেন্সের উপর ভিত্তি করে প্লাজার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোও হতে পারে।
দীর্ঘ দিন ধরে আইলিগের প্রথম ডিভিশনে খেলেনি মহামেডান স্পোর্টিং ক্লাব। এবছর সেই লক্ষ্যেই দলকে ঢেলে সাজাচ্ছেন ক্লাব কর্তারা। শুধু প্লাজা নয়, মোহনবাগানে খেলে যাওয়া কিংসলেও সই করেছেন সাদা-কালো শিবিরে।