১ অগাস্ট থেকে ট্যাক্সিতে উঠলেই ভাড়া লাগবে ৫০ টাকা।৩০ টাকা থেকে একলাফে ২০ টাকা ভাড়া বৃদ্ধি পেল। বুধবার এই ঘোষণা করল কলকাতার ৩টি ট্যাক্সি ইউনিয়ন। বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নের এই প্রসঙ্গে বলে, ‘সরকার ভাড়া বাড়ানোর অনুরোধে কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত।’ এই ভাড়া বৃদ্ধি মানা না হলে ট্যাক্সি চালানো সম্ভব নয় বলে মন্তব্য ইউনিয়নের।
যদিও এই বিষয়ে কোনোও মন্তব্য করেননি পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, বাসের ভাড়া বৃদ্ধির দাবি উঠেছে তবে এই বিষয়টিতে এখনও আলোচনা চলছে । এদিকে, মহামারীর পরিস্থিতিতে যানবাহন খুব বেশি মিলছে না। ফলে কর্মস্থলে পৌঁছানোর জন্য যাত্রীদের বেশিরভাগ সময়ই ট্যাক্সির উপর ভরসা করতে হচ্ছে । এই পরিস্থিতিতে একলাফে ২০ টাকা বৃদ্ধি হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ যাত্রীদের কপালে ।





























































































































