ফল দেখেই মিশনে যান তৃতীয় স্থান অধিকারী অরিত্র

0
2

মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছেন রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অরিত্র মাইতি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯০। ছোটবেলা থেকেই রহড়া রামকৃষ্ণ মিশনে লেখাপড়া শুরু। ছোট থেকেই প্রত্যেকটি ক্লাসে প্রথম স্থান অধিকার করেছেন অরিত্র। আর জীবনের প্রথম বড় পরীক্ষায় প্রায় দশ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি।

অরিত্রর প্রাপ্ত নম্বরের খুশি পরিবার-সহ মিশনের মহারাজারা। পরীক্ষার ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই রহড়া রামকৃষ্ণ মিশনে মহারাজদের সঙ্গে দেখা করতে যান তিনি। অরিত্রর বাবা CESE’র একজন কর্মী। ছোটবেলা থেকেই অরিত্র সময় বেঁধে লেখাপড়া করেননি। যখন ভালো লাগতো তখনই পড়তেন। ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়তে চান বলে জানান মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকারী।