এবার কংগ্রেস ত্যাগের ইঙ্গিত দিলেন শচীন পাইলট

0
2

অবশেষে কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন শচীন পাইলট৷

AICC-র নির্দেশে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে সরানো হয়েছে৷ রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতির পদও কেড়ে নেওয়া হয়েছে৷ তারপরই নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে কংগ্রেসের নাম সরিয়ে দিয়েছেন শচীন পাইলট৷ ছোট্ট এক বার্তায় তিনি বলেছেন, “সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা যায়, কিন্তু পরাজিত করা যায় না৷”

শুধুই পাইলট নন, তাঁর ঘনিষ্ঠ মন্ত্রীদেরও সরিয়ে দেওয়া হয়েছে৷ দলের এই কড়া পদক্ষেপের পরই পাল্টা জবাব দিলেন পাইলট৷ শচীন ঘনিষ্ঠ শিবির দাবি করছে, “খেলা এখনও বাকি৷ বেশ কিছু বিধায়ক আমাদের পক্ষেই আছেন”৷

পাইলটের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েই এখন যাবতীয় কৌতূহল সৃষ্টি হয়েছে৷ শচীন নতুন দল তৈরি করবেন নাকি বিজেপি-তে যাবেন, ত নিয়েই এখন চলছে চর্চা৷