বিনা চিকিৎসায়, অবহেলায় এবং রেফারের জেরে শুভ্রজিৎ চট্টোপাধ্যায় এবং অশোক রুইদাসের অকাল মৃত্যুতে মঙ্গলবার স্বাস্থ্যভবনের সামনে প্রতিবাদে বসে বাম ছাত্র সংগঠন এসএফআই। দুপুরের এই অবস্থান ঘিরে উত্তেজনা ছিল যথেষ্ট। তবে আপাত নিরীহ একটি অবস্থান বিক্ষোভকে ঘিরে পুলিশি তৎপরতা ছিল একটু বিশদৃশ। পড়ুয়াদের যেভাবে শারীরিক নিগ্রহের মাধ্যমে গ্রেফতার করা হয়, তার আদৌ প্রয়োজন ছিল কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে। পড়ুয়াদের নেত্রী কাকলি পালধির অভিযোগ রাজ্য জুড়ে কোভিডের নামে আসলে অরাজকতা চলছে। রোগীকে ফেরানো যাবে না সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও হাসপাতালগুলো বুড়ো আঙুল দেখাচ্ছে সাধারণ মানুষকে। একের পর এক অকাল মৃত্যু ঘটছে। প্রশাসন নির্বিকার।






























































































































