বিজেপি বিধায়ককে পরিকল্পনা মাফিক খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, দাবি রাহুলের

0
2

উত্তর দিনাজপুরের হেমতাবাদের প্রাক্তন বিধায়ক তথা অধুনা বিজেপি বিধায়ক দেবেন রায়কে খুন করা হয়েছে। সোমবার এমনই অভিযোগ করলেন বিজেপি কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। এদিন তিনি জানিয়েছেন, বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া এবং সব কিছুই পরিকল্পনা মাফিক করা হয়েছে। তৃণমূল কংগ্রেসে মদতে বিধায়কে খুন করা হয়েছে।

পাশাপাশি তিনি আর ও জানিয়েছেন, তৃণমূল পুলিশকে কাজে লাগিয়ে এই হত্যাকাণ্ড সংঘঠিত করেছে। পুলিশ ময়না তদন্তের রিপোর্টের আগে কীভাবে দাবি করে, এটা খুন নয় আত্মহত্যা? প্রশ্ন বিজেপি নেতার।

তাঁর আরও দাবি, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ইতিমধ্যেই দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছে গোটা ঘটনার বিবরণ জানানো হয়েছে। একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির প্রসঙ্গ তুলে ডেপুটেশন দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে।