পুরনো ইনসাসের দিন শেষ, ভারতীয় জওয়ানদের হাতে এবার অ্যাসল্ট রাইফেল

0
2

পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনার আবহ কিছুটা কম। কিন্তু সামরিক দিক থেকে প্রস্তুতি নিতে কোনও ঘাটতি রাখতে চাইছে না ভারত। তাই আরও ৭২ হাজার আমেরিকান অ্যাসল্ট রাইফেল কিনতে চলেছে ভারতীয় সেনা৷ প্রথম দফায় বরাদ হয়েছিল এই রাইফেলগুলি।

ভারতীয় সেনা সূত্রে খবর, নর্দান কমান্ড সহ অন্যান্য বেশ কিছু এলাকায় কর্মরত বাহিনীর হাতে এই রাইফেলগুলি তুলে দেওয়া হয়েছে৷ বর্তমানে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি ইনসাস রাইফেলের বদলে বাহিনীর হাতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেলগুলি তুলে দেওয়া হবে৷ সব মিলিয়ে দেড় লক্ষ অত্যাধুনিক রাইফেল দেওয়া হবে সেনাবাহিনীর হাতে।