সারা বিশ্ব যখন করোনাভাইরাস সংক্রমণের সঙ্গে লড়ছে, তারই মাঝে গত সাত সপ্তাহের মধ্যে ফেসবুক, সিলভার লেক, ভিস্তা ইক্যুইটি পার্টনারস, জেনারেল অ্যাটলান্টিক, কেকেআর, মুবাদালা এবং এখন ADIA-এর মতো বিশ্বের শীর্ষস্থানীয় টেকনোলজি এবং গ্রোথ ইনভেস্টরদের তরফে বিনিয়োগ এসেছে রিলায়েন্স জিও-তে।
গত ১২ সপ্তাহের মধ্যে এবার ১৩ তম বিনিয়োগ ৷ ৫জি ওয়ারলেস টেক কোম্পানি Qualcomm Inc জিও-তে ৭৩০ কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করল ৷ রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিসের ডিজিট্যাল ইউনিটের ০.১৫ শতাংশ শেয়ার কিনতে চলেছে তারা ৷
কোয়ালকম ভেনচারস জিও প্ল্যাটফর্মের ০.৫৫ শতাংশ শেয়ার ৩০ কোটি টাকায় নিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফ থেকে একথা জানানো হয়েছে।
কোয়ালিকম ভেঞ্চারস, ওয়্যারলেস প্রযুক্তিগুলির শিল্প নেতা কোয়ালকমের ইনকর্পোরেটেডের বিনিয়োগ বাহিনী, জিও প্ল্যাটফর্মগুলিতে ৪.৯৯ লক্ষ কোটি টাকার ইক্যুইটি মূল্য এবং ৫.১৬ লক্ষ কোটি টাকার একটি এন্টারপ্রাইজ মূল্য বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, “কোয়ালকম ভেনচার্সের বিনিয়োগ পুরো পাতলা ভিত্তিতে জিও প্ল্যাটফর্মের ০.১৫ শতাংশ ইক্যুইটি শেয়ারকে অনুবাদ করবে।”
সব মিলিয়ে জিও-এর ২৫.২৪ শতাংশ শেয়ারের বদলে ১৩টি বিদেশি বিনিয়োগ এসেছে ৷ লকডাউনের মধ্যেই বিশ্বের সেরা টেক বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন জিও-র জন্য ৷ Qualcomm-এর সঙ্গে ডিলের পর যা দাঁড়াচ্ছে, তাতে এই তিন মাসে রিলায়েন্সে মোট ১১৮,৩১৮.৪৫ কোটি টাকা লগ্নি হয়েছে ৷
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.