সোমবার জয়পুরে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবনে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকার জন্য দলীয় বিধায়কদের হুইপ জারি করেছিল কংগ্রেস। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত গেহলটের বাসভবন ১০২ জন বিধায়ক হাজির বলে জানা যাচ্ছে। অন্যদিকে ভাঙন দেখা যাচ্ছে শচীন পাইলট শিবিরে। এর মধ্যে দুই সিপিএম বিধায়ক সহ প্রায় ১৩ জন নির্দল বিধায়ক গেহলট সরকারকেই সমর্থনের ঘোষণা করেছেন। ফলে অনেকটাই আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী অশোক গেহলট।






























































































































